কক্সবাজারে আরও ৭১ জনের দেহে করোনা শনাক্ত

করোনাভাইরাসকক্সবাজারে একজন রোহিঙ্গাসহ আরও ৭১ জনের দেহে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার (২৯ মে) বিকালে কক্সবাজার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এ তথ্য জানান।

তিনি জানান, কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে ২৬৩ জনের নমুনা পরীক্ষায় ৭৫ জনের ফলাফল পজিটিভ আসে। এর মধ্যে নতুন আক্রান্ত হন ৭১ জন। অপর চারটি আক্রান্ত রোগীর ফলোআপ রিপোর্ট।

আক্রান্তদের মধ্যে কক্সবাজার সদরের রয়েছেন ৫৪ জন। এছাড়া উখিয়ার আট জন, চকরিয়ার একজন, টেকনাফের দুই জন, রামুর একজন, মহেশখালীর একজন, লামার দুই জন, চট্টগ্রামের লোহাগাড়ার একজন এবং অপরজন রোহিঙ্গা।

জানা যায়, গত ৫৮ দিনে মোট ছয় হাজার ৩০১ জনের করোনাভাইরাস টেস্ট করা হয় কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে। পরীক্ষায় মোট ৬৮৯ জনের রিপোর্টে করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে মহেশখালীতে ৩১ জন, টেকনাফে ২০ জন, উখিয়ায় ৮৬ জন, রামুতে ২১ জন, চকরিয়ায় ১৫৬ জন, কক্সবাজার সদরে ২৩২ জন, কুতুবদিয়ায় দুই জন এবং পেকুয়ায় ৩৭ জন রয়েছেন। এরসঙ্গে যোগ হয়েছেন ৩০ জন রোহিঙ্গা। অন্যরা বান্দরবান এবং চট্টগ্রামের সীতাকুণ্ড, লোহাগাড়া ও সাতকানিয়ার বাসিন্দা।

এখন পর্যন্ত এ জেলায় সুস্থ হয়েছেন ১০০ জন। মারা গেছেন ১১ জন।