শত্রুর বিষে মরলো পুকুরের মাছ

Laksam Fish Killing Picকুমিল্লায় শত্রুতা করে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার ঘটনা ঘটেছে। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী মিজানুর রহমান। শনিবার (৩০ মে) লাকসাম পূর্ব ইউনিয়নের এলাইচ গ্রামে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী মিজানুর রহমান জানান, ১৮০ শতক জায়গা জুড়ে পুকুরটিতে তিন বছরের চুক্তিতে তিনি মাছ চাষ করছেন। বিগত ২০ বছর ধরে তিনি সাফল্যের সঙ্গে মাছ চাষ করছেন। এলাকার কারও সঙ্গে তার কোনও দ্বন্দ্ব ছিল না। তবু কে বা কারা শুক্রবার রাতে শত্রুতা করে এই ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, খবর পেয়ে দ্রুত উপস্থিত হয়ে জানতে পারি দুটি মোটরসাইকেলে করে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি দূর থেকে বিষ নিক্ষেপ করে দ্রুত পালিয়ে গেছে। মুহূর্তের মধ্যে বিষক্রিয়ায় পুকুরের সব মাছ মরে ভেসে ওঠে। শনিবার সকালে স্থানীয়দের সহায়তায় মরা মাছগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আলী আহম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, এই ধরনের ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এদিকে ঘটনার খবর পেয়ে লাকসাম থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।