চট্টগ্রামে করোনায় চিকিৎসকের মৃত্যু

FB_IMG_1591185513701করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে এএসএম আহসানুল করিম নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) দুপুর ১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চমেক হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ এই তথ্য নিশ্চিত করেছেন। মৃত চিকিৎসক লিউকোমিয়া রোগেও আক্রান্ত ছিলেন। তিনি চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগে সহযোগী অধ্যাপক পদে কর্মরত ছিলেন।

ডা. অনিরুদ্ধ ঘোষ জানান, গত এক মাস ধরে তিনি অসুস্থ ছিলেন। এর মাঝে গত সপ্তাহে জ্বর বেড়ে গেলে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ২৯ মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে ৩০ মে তিনি কোভিড-১৯ রোগী হিসেবে শনাক্ত হন।

তিনি আরও জানান, হাসপাতালে ভর্তি হওয়ার পর বেশ কিছু টেস্ট করানোর পর দেখা যায়, তার দেহে রক্তে অস্বাভাবিক সেল এর উপস্থিতি আছে। এটা একধরনের লিউকোমিয়া। তাকে প্রচুর রক্ত দেওয়া হয়েছে। এরপরও বাঁচানো সম্ভব হয়নি।