শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নামে ফেসবুকে ভুয়া আইডিশিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নামে ফেসবুকে ভুয়া আইডি ও গ্রুপ খোলার অভিযোগ পাওয়ার পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রবিবার (২১ জুন) শিক্ষামন্ত্রীর পক্ষে চাঁদপুর সদর মডেল থানায় জিডি করেন স্থানীয় পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার। জিডিতে তিনটি ফেসবুক আইডি, পাঁচটি ফেসবুক পেজ এবং তিনটি ফেসবুক গ্রুপের লিংক দেওয়া হয়েছে।
জিডিতে উল্লেখ করা হয়, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নামে অজ্ঞাত ব্যক্তিরা ফেইসবুক আইডি-পেজ-গ্রুপ করে মিথ্যা প্রচারণা এবং নানা রকম বিভ্রান্তিকর পোস্ট দিয়ে যাচ্ছে। যারা এগুলো করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নামে ফেসবুকে ভুয়া আইডিজিডিকারী রতন কুমার মজুমদার বলেন, 'শিক্ষামন্ত্রী চাঁদপুরের গর্ব। তিনি একজন ভালো মানুষ। তার নামে ফেসবুকে ভুয়া আইডি, পেজ, গ্রুপ খুলে নানা ধরনের অপপ্রচার হবে—এটি তো হতে পারে না। একজন শিক্ষক হিসেবে এ ঘটনায় আমি ব্যথিত। তাই জিডি করেছি।'
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন বলেন, 'থানায় একটি জিডি হয়েছে। এখন আমরা আইনগত ব্যবস্থা নেবো।' তিনি বলেন, 'আমরা আদালত থেকে অনুমতি নিয়ে আইসিটি ও বিটিআরসিতে পাঠাবো।’