সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত হোরেন ওই ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
ওসি মো. নবীর হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, এই ঘটনায় গুলিবিদ্ধ ইউনিয়ন পরিষদ সদস্যের বড় ভাই ইউসুফ পাঁচ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পাঁচ জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ আসামিদের গ্রেফতারে জোর তৎপরতা চালাচ্ছে।
প্রসঙ্গত, গত শুক্রবার (২৬ জুন) রাত ১০টার দিকে স্থানীয় একটি বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা গতিরোধ করে ইউপি সদস্যসহ দুই জনকে পিটিয়ে আহত করে। পরে, হামলাকারীরা হোরেনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। এতে তার হাত, কোমর ও পিঠে গুলি লাগে। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে হোরেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে আজ মৃত্যু হয়।