রিজেন্টের সাহেদের বিরুদ্ধে চট্টগ্রামে প্রতারণা মামলা

রিজেন্ট হাসপাতালের মালিক মো. সাহেদপ্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে রিজেন্ট হাসপাতালের মালিক এবং রিজেন্ট কেসিএস লিমিটেডের চেয়ারম্যান সাহেদের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা দায়ের করেছেন এক ব্যবসায়ী। মো. সাইফুদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি সোমবার (১৩ জুলাই) ডবলমুরিং থানায় মামলাটি দায়ের করেন।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ এই তথ্য নিশ্চিত করেছেন। সাইফুদ্দিন গাড়ির টায়ার ও যন্ত্রাংশ আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স মেগা মোটরর্সের মালিক জিয়া উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের পক্ষে মামলাটি দায়ের করেন।

সাইফুদ্দিন মেসার্স মেগা মোটরর্সের মালিক জিয়া উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের আত্মীয়। জিয়া উদ্দিন অসুস্থ হয়ে পড়ায় বর্তমানে সাইফুদ্দিন তার ব্যবসা দেখাশোনা করছেন।

মামলার এজাহারে জিয়া উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৯১ লাখ ২৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। এজহারে বলা হয়, আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স মেগা মোটরর্সের আমদানি করা থ্রি-হুইলার ঢাকা সিটিতে চলাচলের রুট পারমিটসহ আনুসাঙ্গিক কার্যক্রম পরিচালনার অনুমতি নিয়ে দেওয়ার বিষয়ে আশ্বস্ত করে সাহেদ। এর জন্য সাহেদ মেগা মোটরর্সের মালিক জিয়া উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের কাছ থেকে ২০১৭ সালে নিজ নামে খোলা প্রিমিয়ার ব্যাংকের ঢাকা অ্যাভিনিউ গেইট শাখার অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন সময় টাকা নেয়। এছাড়া মেসার্স মেগা মোটরর্সের অফিসে এসেও নগদ অর্থ গ্রহণ করে।

এজহারে আরও বলা হয়, টাকা গ্রহণ করে ২০১৭ সালের ৫ মার্চ সাহেদ মেগা মোটর্সকে বিআরটিএ চেয়ারম্যানের স্বাক্ষর করা একটি পরিপত্রের ফটোকপি দেয়। সেখানে ২০০ সিএনজি থ্রি-হুইলারকে ঢাকা সিটিতে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে বলে উল্লেখ ছিল। পরে বিআরটিএতে যোগযোগ করলে পরিপত্রের ফটোকপিটি ভুয়া বলে সেখান থেকে জানানো হয়। তারপর থেকে সাহেদ করিমের কাছ থেকে টাকা ফেরত চাইলে টাকা ফেরত না দিয়ে সময়ক্ষেপণ করতে থাকে।

আরও পড়ুন: 

রিজেন্ট হাসপাতাল ভবনই ছিল সাহেদের দখল করা 

যেভাবে উত্থান সাহেদের

 
 

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদসহ ১৭ জনের নামে মামলা