ফেনী পৌরসভার এক কাউন্সিলর আটক

কাউন্সিলর আবু ইউসুফ বাদলফেনী পৌরসভার পূর্ব মধুপুর এলাকায় মাতৃদুগ্ধ ভাতার কার্ড দেওয়ার নামে দরিদ্রদের থেকে টাকা আদায়কালে ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু ইউসুফ বাদলকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার (২৪ জুলাই) বিকালে টাকাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। ফেনীস্থ র‌্যাব-৭ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মো. নুরুজ্জামান এ তথ্য জানান।

তিনি জানান, আটকের পর তার কাছ থেকে ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচি’র ভাতা পাওয়ার জন্য বিভিন্ন নামে সিল ও স্বাক্ষরসহ অগ্রণী ব্যাংক লিমিটেডের হিসাব নম্বর খোলার ৩৭টি ফরম, ভাতার কার্ড দেওয়ার নামে দরিদ্র লোকজনের কাছ থেকে নেওয়া ৪৯ হাজার ২০০ টাকা, তার নামের সিল এবং কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল হতে উপকারভোগীদের নামের সাত পাতা তালিকা উদ্ধার করা হয়। এ সময় আটক কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি প্রতিনিয়ত ‘ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচি’ ভাতার কার্ড করার জন্য দরিদ্র লোকজনের কাছ থেকে অবৈধভাবে ৪-১০ হাজার টাকা করে নিয়ে আসছেন।

এই র‌্যাব কর্মকর্তা জানান, এই কাউন্সিলরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে ফেনী মডেল থানা পুলিশে সোপর্দ করা হবে। তবে আটক থাকায় পৌর কাউন্সিলর আবু ইউসুফ বাদলের বক্তব্য জানা যায়নি।

র‌্যাব জানায়, এছাড়া বিধবা ভাতা, বয়স্ক ভাতা, এমনকি ১০ টাকা দামের সরকারি খাদ্যবান্ধব চালের কার্ড বিলি বন্টনের সময়ও টাকা নেওয়ার অভিযোগ রয়েছে এই কাউন্সিলরের বিরুদ্ধে।