কুমেক হাসপাতালে করোনা ও উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিন জন পুরুষ ও দুই জন নারী। শনিবার (১ আগস্ট) কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এই তথ্য জানান।

তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে বাদুলী বিবি (৭৫) নামে এক নারী মারা গেছেন। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আবদুল মান্নানেরর মেয়ে। এছাড়া উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন, চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সুরত আলীর ছেলে মাকসুদ আলী (৩০), একই উপজেলার গুরাঙ্গ চন্দ্র দাসের ছেলে হরি কৃষ্ণ দাস (৬০), কুমিল্লার চান্দিগঞ্জের শাহিদুল্লাহর মেয়ে মরিয়ম বেগম (৭৭) ও নোয়াখালী চাটখিল উপজেলার আবদুল জলিল (৬০)।

প্রসঙ্গত, এই পর্যন্ত কুমেক হাসপাতালের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২৮৪ জন। অন্যদিকে কুমিল্লা জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৫২৮ জন, সুস্থ হয়েছেন তিন হাজার ৯৪৩ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৬ জন।