রামুতে বাস উল্টে ২ যাত্রীর মৃত্যু

উল্টে যাওয়া বাসকক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু জোয়ারিয়ানালা বার্মা পাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস খাঁদে পড়ে দুই যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১২ জন। বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাঁদে পড়ে যায়। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ইউনিক পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজার আসছিল। এ সময় জোয়ারিয়ানালার বার্মা পাড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে বাসটি রাস্তার পাশের একটি ডোবায় পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুই যাত্রী প্রাণ হারান এবং ১২ জন আহত হন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।