আখাউড়া স্থলবন্দরে পৃথক দুটি কমিটি গঠন

120386483_345286190155485_5758365531937718945_nব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নতুন দুইটি কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 

রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন নতুন এই কমিটিকে অনুমোদন দেওয়ার পর আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তা প্রকাশ করা হয়।

এর মধ্যে স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি হলেন, আলহাজ শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. শফিকুল ইসলাম।

120274152_630033624348354_418466314895513814_nএই কমিটির সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম, হোসেন আহমেদ ভূঁইয়া, যুগ্ন-সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, অর্থ সম্পাদক শাহনেওয়াজ মিয়া, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রিপন।

এদিকে নয় সদস্যের নতুন সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন মোবারক হোসেন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক ফোকরান আহাম্মদ খলিফা।

এর আগে আখাউড়া পৌরসভা মেয়র মো. তাকজিল খলিফা কাজলকে প্রধান উপদেষ্টা করে একটি উপদেষ্টা কমিটিও গঠন করে বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানি-রফতানিকারক ব্যবসায়ীরা। ওই কমিটিতে মেয়র ছাড়াও বন্দরের সিনিয়র ব্যবসায়ীরা স্থান পান।