ঢাকা-মানিকগঞ্জ-পাটুরিয়া রেললাইন প্রকল্পভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

 

ঢাকা-মানিকগঞ্জ-পাটুরিয়া রেললাইন সরকারের অগ্রাধিকার প্রকল্পে যুক্ত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মতবিনিময় সভার আয়োজন করেছে ঢাকা-মানিকগঞ্জ-পাটুরিয়া রেললাইন আন্দোলন বাস্তবায়ন কমিটি।

আন্দোলন কমিটির মূল সংগঠন মানিকগঞ্জ প্রেসক্লাব ও বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের আয়োজনে শনিবার দুপুরে পাটুরিয়া ঘাটে পদ্মা রিভারভিউতে মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন জেলা প্রেসক্লাবের সভাপতি ও আন্দোলন কমিটির আহ্বায়ক গোলাম ছারোয়ার ছানু।

আন্দোলন কমিটির সদস্য সচিব বিমল রায়ের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাংবাদিক মতিউর রহমান, রাজবাড়ী জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সামাদ মিয়া, মানিকগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মজিবুর রহমান, বিএম খোরশেদ, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান বিশ্বাস, সহযোগী অধ্যাপক ডিএম নাসিম, শিবালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, শিক্ষক নেতা আরশেদ আলী, নজরুল ইসলাম, জনপ্রতিনিধি রফিকুল ইসলাম প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তরা বলেন, আমাদের দাবিটি সরকারের অগ্রাধিকার প্রকল্পে যুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাচ্ছি। চলতি বছরেই মানিকগঞ্জবাসীর প্রাণের দাবি ঢাকা মানিকগঞ্জ পাটুরিয়া রেললাইন কাজ শুরু করার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন তিনি।