নির্বাচিত হলে কিশোরদের জন্য বিনোদনের সুযোগ সৃষ্টি করবেন রেজাউল

কিশোর গ্যাং চট্টগ্রাম নগরীর নতুন সমস্যা উল্লেখ করে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী জানিয়েছেন নির্বাচিত হলে তিনি কিশোর গ্যাং রোধে নগরীতে কিশোরদের জন্য খেলাধুলা ও বিনোদনের সুযোগ সৃষ্টি করবেন। তিনি বলেন, ‘কিশোরদের খেলাধুলা ও বিনোদনের সুযোগ অতিমাত্রায় সংকুচিত হয়ে পড়ায় এ সমস্যার উদ্ভব হ‌য়েছে।’

মঙ্গলবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামের আগ্রাবাদে গণসংযোগকালে তিনি এ কথা বলেন। এর আগে তিনি আলকরণ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মহানগর আওয়ামী লীগের সদস্য সাবেক ছাত্রনেতা তারেক সোলেমান সেলিমের মরদেহ দেখতে যান। এরপর তার নামাজে জানাজায় অংশ নেন।

পর্যাপ্ত খেলার মাঠ ও সাংস্কৃতিক কেন্দ্র  গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে রেজাউল করিম বলেন, ‘প্রতিটি ওয়ার্ডে না হোক, অন্তত যে সব ওয়ার্ডে খালি জায়গা পাওয়া যাবে, ছোট বড় যথাসম্ভব খেলার মাঠ ও বিনোদন কেন্দ্র প্রতিষ্ঠা করতে আমি উদ্যোগ নেবো এবং নারী ও তরুণারা যাতে আউট সোসিংয়ে আরও দক্ষতা অর্জন করতে পারে করপোরেশনের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেবো।’

তিনি বলেন, ‘চট্টগ্রামকে এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সিটি হিসেবে গড়ে তুলতে শেখ হাসিনার নেতৃত্বে দুরন্ত গতিতে অনেক বড় বড় প্রকল্পের কাজ এগিয়ে চলছে। অবহেলিত চট্টগ্রামকে আধুনিক, নান্দনিক, স্বপ্নীল সিটি হিসেবে গড়ে তোলার কাজ অনেকটাই এগিয়ে গেছে। ২৭ জানুয়ারির সি‌টি করপোরেশন নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়ন ও অগ্রগতির এ ধারাকে আ‌রও শা‌ণিত করুন।’

আওয়ামী লীগের এই মেয়রপ্রার্থী বলেন, ‘জোয়ারের পানি ও ভারী যানবাহনের কারণে ভঙ্গুর রাস্তাঘাট আগ্রাবাদ ওয়ার্ডের একটি বড় সমস্যা। চট্টগ্রামের প্রতি জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় খাল খনন, সংস্কার, পুনরুদ্ধার ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে চলমান মেগা প্রকল্পের আওতায় মহেশখালকে দখলমুক্ত ও সংস্কার করা হবে। এ প্রকল্পের কাজ সম্পন্ন হলে আগ্রাবাদসহ চট্টগ্রামের কোনও এলাকাতেই জোয়ারের পানি ও জলাবদ্ধতার সমস্যা আর থাকবে না। এক্সেজ রোডকে টেকসইভাবে উন্নয়ন করা হয়েছে। পোর্ট কানেক্টিং রোডকে ভারী যানবাহন চলাচলের উপযোগী করে গড়ে তোলার কাজ চলছে। মেয়র নিরবাচিত হলে চলমান উন্নয়ন প্রকল্পসমূহ দ্রুত সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করবো, যাতে ধূলাবালি ও যানজটের বিড়ম্বনা থেকে মানুষ দ্রুত মুক্তি পায়।’

গণসংযোগকালে রেজউল করিমের সঙ্গে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপ‌তি আলতাফ হোসেন বাচ্চু, সাংগঠ‌নিক সম্পাদক নোমান আল মাহমুদ, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা এ টি এম পেয়ারুল ইসলাম, সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. নাজমুল হক, ‌মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী সবুজ, মহিলা কাউন্সিলর পদপ্রার্থী আফ‌রোজা কামাল, মি‌সেস নুর আক্তার প্রমাসহ এলাকার সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।