নির্বাচনি এলাকায় আগ্নেয়াস্ত্র বহনে নিষেধাজ্ঞা জারি

আসন্ন সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে চট্টগ্রামে আগ্নেয়াস্ত্র বহনে নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রামের জনসংযোগ কর্মকর্তা শাহ মো. আব্দুর রউফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ২৭ জানুয়ারির ‘চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন-২০২০’ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় ২৫ জানুয়ারি ভোর ৬টা হতে ২৯ জানুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীরা আগ্নেয়াস্ত্র প্রদর্শন এবং আগ্নেয়াস্ত্রসহ চলাচল করতে পারবেন না। যারা এ আদেশ লঙ্ঘন করবেন তাদের বিরুদ্ধে দ্য আর্মস অ্যাক্ট-১৮৭৮ এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক  ব্যবস্থা নেওয়া হবে।