নাইক্ষ্যংছড়িতে অস্ত্রসহ আটক ৩

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী থেকে বালুবাহী একটি ট্রাকে অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্রসহ ৩ ব্যক্তিকে আটক করেছে ১১ বিজিবি। রবিবার (২৪ জানুয়ারি) গভীর রাতে তাদের আটক করা হয়। এ সময় বালুবাহী ট্রাকটি জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলো—লামা উপজেলার বাসিন্দা ট্রাক চালক মো. ইউনুছ আলী (২১), সহকারী চালক রতন মিয়া (২১) ও কক্সবাজারের খুটাখালীর বাসিন্দা বালুর মালিক হেলাল উদ্দিন (৩০)।

বিজিবি জানায়, নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির একটি বিশেষ টিম রবিবার গভীর রাতে বাইশারী বাজার থেকে কক্সবাজারগামী বালুবাহী এক‌টি ট্রাককে সন্দেহজনকভাবে থামি‌য়ে তল্লাশি চালিয়ে বালুর ভেতরে লুকানো অবস্থায় একটি দেশি এলজি বন্দুক উদ্ধার করে। পরে ট্রাকসহ চালক, হেলপার ও বালুর মালিককে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ির ১১ বিজিবির অধিনায়ক লে. কর্নের শাহ আবদুল আজিজ আহমেদ ব‌লেন, ‘আটক তিনি ব্যক্তি ও উদ্ধারকৃত অবৈধ অস্ত্র নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে অস্ত্রপাচার, অবৈধ কাঠ পাচার ও পরিবহনসহ অন্যান্য যেকোনও ধরনের অবৈধ পণ্যসামগ্রী পাচার এবং এই এলাকায় যেকোনও সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।’

ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে নাইক্ষ্যংছ‌ড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত‌া (ও‌সি) ‌মো. আলমগীর হো‌সেন ব‌লেন, ‘অস্ত্রসহ আটক ব্য‌ক্তি‌দের বিরু‌দ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হ‌বে।’