এগিয়ে রেজাউল

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফল গণনায় বিপুল ব্যবধানে এগিয়ে আছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরী। ৭৩৫ টি কেন্দ্রের মধ্যে রাত পৌনে ১১টা পর্যন্ত ৪০১টি কেন্দ্রের প্রাপ্ত ফলে তিনি পেয়েছেন এক লাখ ৫৯ হাজার ৮৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ২১ হাজার ৮৩৪ ভোট।

বুধবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম জিমনেসিয়াম হলে ভোট গণনা শুরু হয়। সেখানে উপস্থিত থেকে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান।

৪০১ কেন্দ্রের ফলাফলে দেখা যায়, এই দুই প্রার্থী ছাড়া অন্যান্য মেয়র প্রার্থীদের মধ্যে মোমবাতি  প্রতীক নিয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এমএ মতিন পেয়েছেন ৭৮১ ভোট, আম প্রতীক নিয়ে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আবুল মনজুর পেয়েছেন  ২ হাজার ১৬৬ ভোট, হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম পেয়েছেন এক হাজার ৯৬৭ ভোট , চেয়ার প্রতীক নিয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ পেয়েছেন ৫২৪ ভোট ও হাতি প্রতীক নিয়ে স্বতন্ত্র হিসেবে খোকন চৌধুরী পেয়েছেন ৩৬২ ভোট।