ফেনীতে এসেছে ৪৮ হাজার ডোজ করোনা ভ্যাকসিন

 ফ্রিজার ভ্যানে করে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ফেনী এসে পৌঁছেছে করোনা ভ্যাকসিন। রবিবার সকাল সাড়ে আটটায় ফেনীর সিভিল সার্জন মীর মোবারক হোসেনের কাছে এ ভ্যাকসিন হস্তান্তর করে বেক্সিমকো গ্রুপ।

সিভিল সার্জন জানান, ফেব্রুয়ারীর ৭ তারিখ থেকে করোনা প্রতিরোধক ভ্যাকসিন পেতে যাচ্ছে ফেনী জেলার বাসিন্দারা। তালিকা প্রস্তুতের কাজ চলছে। প্রথম ধাপে বিনামূল্যে ৪ হাজার ৮শ’ভায়ালে ৪৮ হাজার ডোজ ভ্যাকসিন ফেনীর মানুষের মাঝে বিতরণ করা যাবে।

ইতোমধ্যে ভ্যাকসিন মজুত রাখা হয়েছে সিভিল সার্জন অফিসের ইপিআই স্টোরে। ভ্যাকসিন প্রয়োগ করতে ৬ জন করে মোট ১৮ টি টিম প্রস্তুত রাখা হয়েছে। টিকাদান কর্মসূচিতে যারা অংশ নেবেন তাদের আগামীকাল সোমবার থেকে প্রশিক্ষণ দেওয়া হবে।

উল্লেখ্য, গত বছরের ১৬ এপ্রিল জেলার ছাগলনাইয়ায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর প্রতিদিন নতুন নতুন রোগী আক্রান্তের খবর পাওয়া যায়। সরকারি তথ্যমতে,গত ৯ মাসে ২ হাজার ২শ ৬৮ জন কোভিড-১৯-এ আক্রান্ত হন। এদের মধ্যে ৪৫ জন মারা গেছেন। তবে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয় আরও অনেকের।