বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ-ভারত মৈত্রী সাইকেল র‌্যালি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ-ভারত মৈত্রী সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট ব্যাটালিয়নের অধীন কান্তালং বিওপি’র ২৩০০ নম্বর আন্তর্জাতিক মেইন পিলার সংলগ্ন শূন্যরেখায় বিএসএফ আয়োজিত বিজিবি-বিএসএফ মৈত্রী সাইকেল র‌্যালিটি অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করেন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট ৫৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাজহারুল ইসলামের নেতৃত্বে বিজিবি বাংলাদেশ দল ও ভারতের পক্ষে অংশ নেন ডিআইজি সেক্টর কমান্ডার রাজিব, আইজল সেক্টরের ডেপুটি ডিআইজি পানি সাগর প্রমুখ।

ঘণ্টাব্যাপী চলা এই মৈত্রী সাইকেল র‌্যালি শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাজহারুল ইসলাম।

ভবিষ্যতেও দুই দেশের জোয়ানদের নিয়ে এ ধরনের আয়োজন করা হবে বলে ঘোষণা দেন দুই দেশের অধিনায়ক। এসময় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকার করেন তারা। পরে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন দুই দেশের সীমান্ত বাহিনীর সদস্যরা।