পঞ্চম ধাপের প্রথম দফায় দুই হাজার ২৫৭ জন রোহিঙ্গা সদস্য নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে পৌঁছেছেন। বুধবার (৩ মার্চ) দুপুর আড়াইটার দিকে নৌবাহিনীর জাহাজে করে তারা সেখানে পৌঁছান। এদের মধ্যে রয়েছেন ৫৬৩ জন পুরুষ, ৬৬৫ জন নারী ও ১০২৯ জন শিশু।
ভাসানচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহে আলম বলেন, দুই হাজার ২৫৭ জন রোহিঙ্গাকে জাহাজ থেকে নামিয়ে প্রাথমিক মেডিক্যাল পরীক্ষা শেষে গাড়িতে করে ওয়্যার হাউজে সমবেত করা হয়। সেখানে তাদেরকে ভাসানচরে বসবাসের বিভিন্ন নিয়ম-কানুন সম্পর্কে ব্রিফ করা হয়। ব্রিফিং শেষে তাদের ভাসানচরের বিভিন্ন ক্লাস্টারে স্থানান্তর করা হয় বলে জানান তিনি।