শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক জেল হাজতে

খাগড়াছড়িতে দশম শ্রেণির শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় শিক্ষক মো. সোহেল রানাকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৪ মার্চ) বিকালে আসামিকে খাগড়াছড়ি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম জিল্লুর রহমানের আদালতে তোলা হয়। বিচারক জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা খাগড়াছড়ি সদর থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) আবু হানিফ আসামিকে গতকাল রাতে ঢাকা থেকে গ্রেফতার এবং আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।

গত মঙ্গলবার ছাত্রীর বাবা বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় এই মামলা দায়ের করেন। একই দিন ভিকটিম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সামিউল হাসানের আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় জবানবন্দি দেয়।

মামলার এজাহারে ভিকটিমের বাবা অভিযোগ করেন, গত ২৫ ফেব্রুয়ারি খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সোহেল রানা তার মেয়েকে যৌন হয়রানির চেষ্টা করে।