ভাসানচরে পৌঁছেছে জাতিসংঘ প্রতিনিধিদল

রোহিঙ্গাদের আবাসন ব্যবস্থা পরিদর্শনে নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে পৌঁছেছে জাতিসংঘের একটি প্রতিনিধি দল। বুধবার (১৭ মার্চ) প্রতিনিধি দলটি ভাসানচর এসে পৌঁছায়। ১৮ সদস্যের এই প্রতিনিধি দলে বাংলাদেশে রোহিঙ্গাদের মানবিক সহায়তার কাজে যুক্ত জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা রয়েছেন।

ভাসানচরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম বলেন, ভাসানচরে পৌঁছে প্রতিনিধি দল ক্লাস্টারের (গুচ্ছ গ্রাম) ফোকাল মাঝিদের সঙ্গে পরিচিতি সভা করেন। এর পর বিভিন্ন ক্লাস্টার পরিদর্শন করেন। প্রতিনিধি দল তিন দিন ভাসানচরে অবস্থান করবেন। শনিবার সকাল ১০ টায় তাদের ভাসানচর ত্যাগ করার কথা রয়েছে।

জানা যাায়, ভাসানচর অবস্থানকালে তারা রোহিঙ্গাদের প্রয়োজনীয় বিষয়ে খোজঁ নেবেন। সেখানে বাংলাদেশ সরকারের প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি ওআইসির সহকারী মহাসচিব ইউসেফ আল ডোবেয়ার নেতৃত্বে ৬ সদস্যসহ ১৮ জনের প্রতিনিধি দল নোয়াখালীর ভাসানচর পরিদর্শন করে। এসময় তারা ভাসানচরের রোহিঙ্গাদের জন্য তৈরি ক্লাস্টার, আশ্রয় কেন্দ্রসহ বিভিন্নস্থান পরিদর্শন করেন এবং রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। সফরকালে তারা রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় সব ক্লাস্টারের ফোকাল মাঝিদের নিয়ে ওআইসি প্রতিনিধিদল সম্মেলন করেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের ফলে প্রায় সাড়ে ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে আসে আরও কয়েক লাখ রোহিঙ্গা। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গার সংখ্যা প্রায় সাড়ে ১১ লাখ। এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের চাপ সামলাতে সরকার এক লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসমান চরে স্থানান্তরের উদ্যোগ নেয়। সে প্রক্রিয়ার অংশ হিসেবে ধাপে ধাপে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে। রোহিঙ্গা স্থানান্তরের জন্য ২০১৯ সালের ১৯ এপ্রিল হাতিয়ায় মেঘনা নদীর বুকে জেগে ওঠা ভাসানচরে তিন হাজার ৯৫ কোটি টাকা ব্যয়ে আশ্রয়কেন্দ্র নির্মাণ শেষ হয়। ২০১৯ সালের ৩০ নভেম্বরের মধ্যে এ প্রকল্পের কাজ বাস্তবায়ন হওয়ার কথা থাকলেও আগেই শেষ হয় সব অবকাঠামো নির্মাণ। হাতিয়া থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ১৩ হাজার বর্গ কিলোমিটার দ্বীপের এ আশ্রয়ণ প্রকল্পে ১২০টি গুচ্ছগ্রাম রয়েছে। ইতোমধ্যে ১৩ হাজারের বেশি রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে।