হাটহাজারীতে হেফাজত-পুলিশ সংঘর্ষ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ আগমণের প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারীতে বিক্ষোভ করছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। শুক্রবার (২৬ মার্চ) জুমার নামাজের পর হেফাজত নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় পুলিশ তাদের নিষেধ করলে নেতাকর্মী থানায় গিয়ে ভাঙচুর চালায় বলে জানিয়েছেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘নরেন্দ্র মোদির আগমণের ঘটনায় জুমার নামাজের পর একটি বিক্ষোভ মিছিল বের করে হেফাজত নেতাকর্মীরা। এ সময় কোনও ধরনের উসকানি ছাড়াই তারা মিছিল নিয়ে  এসে থানায় ভাঙচুর চালায়। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। হেফাজত নেতাকর্মীরা হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় অবস্থান করছে।’

হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জুমার নামাজের পর হেফাজত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করছিল। এ সময় পুলিশ কোনও কারণ ছাড়াই হেফাজত কর্মীদের উদ্দেশে ফাঁকা গুলি ছোড়ে। বিষয়টিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে হেফাজত নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে।’