X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১২ মে ২০২৫, ১৫:১৫আপডেট : ১২ মে ২০২৫, ১৫:২২

ডিপ্লোমা ইন নার্সি সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান ডিগ্রি (পাস কোর্স) করার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নার্সি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

আন্দোলনরত শিক্ষার্থী আরিফুল ইসলাম আরিফ জানান, মেধা সহকারে এইচএসসি পাস করে তিন বছরের ডিপ্লোমা করেছেন তারা। ইংরেজি মিডিয়ামে ৩টি পরীক্ষা দিতে হয়েছে। শতকরা ৬০ ভাগ মার্ক পেয়ে তারা উত্তীর্ণ হয়েছেন। এর পর ৬ মাসের ইনটার্নশিপ করেন। যদি তারা স্নাতক পর্যায়ে লেখাপড়া করতেন তাহলে অনার্স কোর্স সম্পন্ন করতে পারতেন। এ অবস্থায় কেন ডিগ্রি সমতুল্য করা হবে না, এ নিয়ে প্রশ্ন তোলেন তারা। দ্রুত তাদের দাবি মেনে নেওয়ার জন্যে সরকারের কাছে দাবি জানান। অন্যথায় আগামী ১৪ মে ঢাকায় মহাসমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

একই বিভাগের শিক্ষার্থী শারমিন আক্তার জানান, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান ডিগ্রি মর্যাদা দিতে হবে। অন্যথায় বিদেশের সঙ্গে তাল মিলিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হবে।

বিক্ষোভ মিছিল শেষে প্রেসক্লাবের সামনে মানববন্ধন চলাকালে মুর্হুমুহু স্লোগান দেন শিক্ষার্থীরা।

এর আগে শিক্ষার্থীরা নার্সিং ইনস্টিটিউট থেকে সারিবদ্ধভাবে বিক্ষোভ মিছিল বের করেন। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেন।

/এমএএ/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে ফিল্ম সংকটএক্স-রে ও সিটিস্ক্যান করাতে ভোগান্তির শিকার রোগীরা
হাসপাতালে এসে যুগ্ম সচিব দেখলেন সব লিফট নষ্ট, অকেজো রোগ পরীক্ষার মেশিন
মুখমণ্ডলের প্রথম সার্জারি শেষে দেশে ফিরেছেন গণঅভ্যুত্থানে আহত খোকন বর্মণ
সর্বশেষ খবর
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
ত্রিপুরা শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, সব পদ থেকে  যুবদল নেতাকে বহিষ্কার
ত্রিপুরা শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, সব পদ থেকে  যুবদল নেতাকে বহিষ্কার
নাফ নদ থেকে বাংলাদেশি ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
নাফ নদ থেকে বাংলাদেশি ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
হত্যা মামলায় শাহে আলম মুরাদের ৪ দিনের রিমান্ড
হত্যা মামলায় শাহে আলম মুরাদের ৪ দিনের রিমান্ড
সর্বাধিক পঠিত
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র
ঋণের চাপে ছোট হচ্ছে বাজেট, উন্নয়নে বরাদ্দ ৪ বছরে সর্বনিম্ন
ঋণের চাপে ছোট হচ্ছে বাজেট, উন্নয়নে বরাদ্দ ৪ বছরে সর্বনিম্ন