বান্দরবান সদর হাসপাতালে রোগীদের সার্বক্ষণিক অক্সিজেন প্রদানের লক্ষ্য সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে বান্দরবান সদর হাসপাতাল প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্লান্ট উদ্বোধন করেন।
এ সময় ১০০ শয্যাবিশিষ্ট বান্দরবান সদর হাসপাতালের প্রতিটি শয্যায় এই অক্সিজেন লাইন চালু করা হয়।
সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমাসহ বিভিন্ন অফিসের কর্মকর্তারা।