বাঁশখালীর ঘটনায় শাস্তির দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট

বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রে বকেয়া বেতন-ভাতার দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশের গুলিবর্ষণ, পাঁচ জন নিহত ও অর্ধশতাধিক শ্রমিক আহত হওয়ার ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট।

সংগঠনটির পক্ষ থেকে দায়ীদের শাস্তি এবং নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণ-চিকিৎসা ও শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা অবিলম্বে পরিশোধের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলার কমিটির আহবায়ক হেলাল উদ্দিন কবির ও সদস্য সচিব আকরাম হোসেন।

বিবৃতিতে শ্রমিক ফ্রন্ট নেতারা বলেন, বকেয়া বেতন-ভাতা দাবি করায় নির্বিচারে গুলি করা, গুলিবিদ্ধ হয়ে পাঁচ জন নিহত এবং শ্রমিক আহত হওয়ার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ ঘটনার বিচারবিভাগীয় তদন্ত দাবি করে নেতারা বলেন, ২০১৬ সালে বাঁশখালীতে কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্র স্থাপন করার সময় পুলিশের গুলিতে চার জন নিহত হয়েছিল। এখন পর্যন্ত ওই ঘটনার কোনও বিচার হয়নি, দায়ীদের শাস্তি হয়নি বলেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো।