প্রধানমন্ত্রীর কাছে বিচার চায় মুনিয়ার পরিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সুবিচার চেয়েছেন ঢাকা গুলশানের একটি বিলাসবহুল ফ্ল্যাট থেকে লাশ উদ্ধার হওয়া কলেজছাত্রী মুশরাত জাহান মুনিয়ার পরিবার। মঙ্গলবার (২৭ এপ্রিল) মঙ্গলবার বিকালে ঢাকা থেকে কুমিল্লায় ফিরে নগরীর বাগিচাগাঁও এলাকায় অরণী নামক ভবনের ফ্ল্যাটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুনিয়ার বড় ভাই আশিকুর রহমান সবুজ এ ঘটনাকে হত্যা দাবি করে দোষীদের শাস্তি চান।

আশিকুর রহমান সবুজ সাংবাদিকদের বলেন, আমার বোন মুনিয়া সুইসাইড করার মতো মেয়ে না। আমরা মনে করছি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমি আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীকে জানাতে চাই, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। তিনি মৃত্যুর আগ পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে আওয়ামী লীগের রাজনীতি করেছেন। প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, পরিকল্পিত এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এদিন কুমিল্লা নগরীর টমসমব্রিজ কবরস্থানে বাবা-মার পাশে মুনিয়ার দাফন সম্পন্ন করা হয়। এর আগে সোমবার দিবাগত গভীর রাতে রাজধানীর গুলশান ২ নম্বরের ১২০ নম্বর সড়কের একটি ফ্ল্যাট থেকে ওই কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার বিকালে ঢাকা থেকে কুমিল্লায় ফিরে নগরীর বাগিচাগাঁও এলাকায় অরণী নামক ভবনের ফ্ল্যাটে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মুনিয়ার বড় বোন নুসরাত জাহান। তিনি সাংবাদিকদের বলেন, ‘দুবছর আগে থেকে বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সঙ্গে মুনিয়ার সম্পর্ক হয়। ওই সম্পর্কের পর তাদের মধ্যে অনেক কিছুই হয়েছে।’