হেফাজতের বিলুপ্ত কমিটির প্রচার সম্পাদক নোমান ফয়েজি গ্রেফতার

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজিকে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার (৫ মে) বিকাল ৪টায় কক্সবাজারের চকরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম চকরিয়া এলাকা থেকে জাকারিয়া নোমান ফয়েজিকে গ্রেফতার করেছে। তাকে চট্টগ্রাম নিয়ে আসা হচ্ছে। এরপর হাটহাজারীতে হেফাজতের তাণ্ডবের ঘটনায় দায়ের করা যেসব মামলায় তার সম্পৃক্ততা ছিল ওই সব মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে প্রেরণ করা হবে।

এর আগে গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের বিরোধিতা করে হাটহাজারীতে বিক্ষোভ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এ সময় হাটহাজারী বড় মাদ্রাসা নামে পরিচিত দারুল উলুম ময়নুল ইসলাম মাদ্রাসা থেকে মিছিল বের করে হাটহাজারী থানায় ভাঙচুর চালানো হয়। পাশাপাশি হেফাজতকর্মীরা হাটহাজারী উপজেলা ভূমি অফিস ও সদর ইউনিয়ন ভূমি অফিসে হামলা ও অগ্নিসংযোগ করে। দিনভর পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হন। এই ঘটনার জের ধরে ওই হাটহাজারীতে তাণ্ডব চালায় হেফাজত নেতাকর্মীরা। তারা চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে। পাশাপাশি মাদ্রাসার সামনে ইটের দেয়াল তুলে ব্যারিকেডও দেয় হেফাজতের কর্মীরা।

এসব ঘটনায় শুরুতে হাটহাজারী থানায় মোট ছয়টি মামলা দায়ের করা হয়। পরে ২২ এপ্রিল হেফাজতের বিলুপ্ত কমিটির আমির জুনায়েদ বাবুনগরীকে প্রধান আসামি করে আরও দুইটি মামলাসহ হাটহাজারী থানায় আরও তিনটি দায়ের করা হয়।