কাদের মির্জার অনুসারীদের বিরুদ্ধে মামলা, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ কাদের মির্জার অনুসারী তিন জনকে আটক করেছে। এর আগে, শুক্রবার (৭ মে) বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত খানের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কাদের মির্জার অনুসারীদের বিরুদ্ধে থানায় দু’টি মামলা হয়েছে।

দুই মামলায় আটকরা হলেন সাইফুল ইসলাম, নূর মোহাম্মদ জাবেদ ও মাসুদুর রহমান।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, শনিবার সকালে উপজেলা যুবলীগ সভাপতি আজম পাশা চৌধুরী রুমেলের ওপর হামলার ঘটনায় সে বাদী হয়ে ৪৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই সময় বসুরহাট বাস মালিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে ড্রিম লাইন পরিবহনের বাস ভাঙচুরের ঘটনায় পৃথক আরেকটি মামলা দায়ের করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, সংঘর্ষ ও বাস ভাঙচুরের ঘটনায় গ্রেফতারদের শনিবার আদালতে পাঠানো হয়। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির আর যাতে অবনতি না ঘটে, সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।