‘কোম্পানীগঞ্জ যেন জেরুজালেম-আফগানিস্তান’

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপের বিবাদমান পরিস্থিতিতে ঈদুল ফিতর উপলক্ষে সপরিবারে পৈত্রিক ভিটায় আসতে না পেরে ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হক নাজিম। সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেসবুকে তিনি লিখেছেন, ‘কোম্পানীগঞ্জে এখন কোনও আইনের শাসন নেই বললেই চলে। এটি যেন জেরুজালেম, আফগানিস্তান।’

গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি এই স্ট্যাটাস দেন।

ফেসবুক স্ট্যাটাসস্ট্যাটাসটি তুলে ধরা হলো:

‘দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এলো খুশির ঈদ। আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে শুভাকাঙ্ক্ষীদের জানাই ঈদ মোবারক। ইচ্ছে ছিল গ্রামে গিয়ে পরিবার ও আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদ করবো। বাবা মায়ের কবর জিয়ারত করবো। কিন্তু তা আর হলো না। কারণ, কোম্পানীগঞ্জে এখন কোনও আইনের শাসন নেই বললেই চলে, এটি যেন জেরুজালেম, আফগানিস্তান। এখানে অপরাজনীতির হাত থেকে কোনও লোকই নিরাপদ নয়; হোক সে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস-চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের নেতা, ইউনিয়নের চেয়ারম্যান। কেউই নিরাপদ নয়। কারণ, যেকোনও সময় যেকোনও লোকের হাত-পা ভেঙে দিতে পারে, অথবা চলে যেতে পারে মূল্যবান প্রাণ। তারপর মৃত ব্যক্তিকে নিয়ে শুরু হবে নতুন রাজনীতি, একে অন্যের দোষ দেবে। অতীতে তাই হয়েছে। এখানে কোনও লোক দলীয় কোন্দলে মারা গেলে থানায় মামলাও নিতে চায় না। পুলিশের নাকের ডগায় আসামিরা ঘোরাফেরা করলেও ধরে না। গত চার মাস কোম্পানীগঞ্জের মানুষ কত কষ্টে আছেন, কিন্তু মনে হয় দেখার কেউ নেই। আমাদের একমাত্র অভিভাবক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ওবায়দুল কাদের সাহেব সব কিছু জেনেও না জানার মতো করে আছেন। প্রিয় নেতা আপনার প্রতি অনুরোধ কোম্পানীগঞ্জকে বাঁচান। কোম্পানীগঞ্জের মানুষকে বাঁচান। আর অভিমান করে থাকবেন না। সবাইকে ঈদ মোবারক।’