হাটহাজারীতে তাণ্ডব

মামুনুল হকসহ ৩ হেফাজত নেতাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ

হাটহাজারীতে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় দায়ের করা পাঁচ মামলায় সংগঠনটির বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হকসহ তিন নেতাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৯ মে) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল্লাহ কায়সার এ আদেশ দিয়েছেন।

জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন। হাটহাজারী থানার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের এসব মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয় বলে তিনি জানান।

শ্যোন অ্যারেস্ট দেখানো অপর দুই নেতা হলেন– যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব এবং সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী।

হুমায়ুন কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাটহাজারী থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখাতে থানা পুলিশের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত হেফাজত নেতাদের শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ দেন।’

শ্যোন অ্যারেস্ট দেখানো তিন নেতা অন্য মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। তাদের মধ্যে জুনায়েদ আল হাবিবকে গত ১৭ এপ্রিল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) গ্রেফতার করেছে। পরদিন ১৮ এপ্রিল রিসোর্টকাণ্ডে সমালোচিত মাওলানা মামুনুল হককে আটক করা হয়। এর আগে ১১ এপ্রিল রাতে হাটহাজারীতে হেফাজতের বৈঠক শেষে শহরে ফেরার পথে ডিএমপির গোয়েন্দা টিম আজিজুল হক ইসলামাবাদীকে গ্রেফতার করে নিয়ে যায়।