হাতিয়ায় ২৫ গ্রাম প্লাবিত

ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিম্নাঞ্চলের ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। আজ জোয়ারে নিঝুম দ্বীপ ইউনিয়নের ৯টি গ্রাম, চরঈশ্বর ইউনিয়নের ৩টি গ্রাম, নলচিরা ইউনিয়নের ২টি গ্রাম, হরনী ইউনিয়নের ৩টি গ্রাম ও চানন্দী ইউনিয়নের ৩টি গ্রামসহ প্রায় ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে।

গ্রামগুলো হলো উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের মোল্লা গ্রাম, মদিনা গ্রাম, ছোয়াখালী গ্রাম, নামার বাজার, চর ওসমান, সিডিএসপি এলাকা, মুন্সি গ্রাম, শতফুল গ্রাম ও বাদাম খালী গ্রাম, চরঈশ্বর ইউনিয়নের মাইচ্ছা মার্কেট,বাদশা মিয়া গ্রাম ও তালুকদার গ্রাম, নলচিরা ইউনিয়নের তুফানিয়া গ্রাম ও নলচিরা গ্রাম, হরনী ইউনিয়নের কাজির টেক গ্রাম, নবীপুর গ্রাম ও চেয়ারম্যান ঘাট এবং চানন্দী ইউনিয়নের মোল্লা গ্রাম, চৌধুরী গ্রাম ও রাণী গ্রাম সহ প্রায় ২৫ টি গ্রাম প্লাবিত হয়। এতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৪ ফুট পানির নিচে তলিয়ে গেছে।

হাতিয়া ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর সহকারী পরিচালক মো. বদিউজ্জামান জানান, ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন জানান, জোয়ারের সময় পানি ঢুকে প্রায় ২৫ টি গ্রাম প্লাবিত হয়েছে। তবে জোয়ারের পর পানি নামতে শুরু করেছে। দুর্গত মানুষের আশ্রয়ের জন্যে ১৮১টি আশ্রায়ন কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ইউনিয়ন প্রতি ২ লাখ ৫০ হাজার টাকার শুকনো খাবার মজুত রাখা হয়েছে। এছাড়া বেড়িবাঁধ এর বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।