জোয়ারের পানিতে ভেসে গেলো শিশু

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সুখচর ইউনিয়নে বুধবার (২৬ মে) ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারের পানি নেমে যাওয়ার সময় বেড়িবাঁধে আশ্রয় নেওয়া এক শিশু (৭) স্রোতের তোড়ে ভেসে গেছে। লিমা আক্তার নামের ওই শিশুটি উপজেলার সুখচর ইউনিয়নের চর আমান উল্যাহ গ্রামের মো. জগলুলের মেয়ে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, বুধবার বিকালে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানিতে মো. জগলুলের বাড়ির আশপাশ তলিয়ে যায়। এ সময় বাড়ির লোকজন বেড়িবাঁধে আশ্রয় নেয়। পরে ভাটার সময় পরিবারের সদস্যদের অগোচরে লিমা পানির তোড়ে ভেসে যায়।

তিনি আরও জানান, পরিবার ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত শিশুটির কোনও সন্ধান পাওয়া যায়নি। তবে শিশুটির খোঁজে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গতকাল বুধবার অস্বাভাবিক জোয়ারের পানিতে হাতিয়ার নিম্নাঞ্চলের ২৫টি গ্রাম প্লাবিত হয়।