কারাগারে গলায় গামছা পেঁচিয়ে কয়েদির আত্মহত্যা

খাগড়াছড়ি জেলা কারাগারে গলায় গামছা পেঁচিয়ে মিলন বিকাশ (২৭) ত্রিপুরা নামের এক কয়েদি আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৮ মে) ভোররাত সাড়ে ৪টার দিকে কারাগারের কয়েদি ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

কারা সূত্রে জানা গেছে, কয়েদি ওয়ার্ডে সবাই ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় মিলন নিজের ব্যবহৃত গামছা গলায় পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। কারাগারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারাগারের ওই কক্ষে মিলনসহ ২২ জন কয়েদি ছিলেন। কয়েদিরা তাকে দেয়ালে ঝুলন্ত অবস্থায় দেখেছেন বলে জানিয়েছেন। ভোররাতের ঘটনা হওয়ায় সবাই ঘুমে ছিলেন। তার মৃত্যুর বিষয়টি সন্দেহজনক। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় জেল সুপার বাদী হয়ে মামলা করেছেন।

খাগড়াছড়ি কারাগারের জেল সুপার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন বলেন, ভোররাতের দিকে তিনি গলায় গামছা দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশের ময়নাতদন্ত হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, মিলন বিকাশ ত্রিপুরা পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন।