স্বামীকে বাঁচাতে পারলেন না স্ত্রী, ঝলসে গেলেন নিজেও

চাঁদপুরের হাজীগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে ছিদ্দিকুর রহমান (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী সালেহা বেগমের (৫৫) শরীরের ২০ ভাগ ঝলসে গেছে। আহত হয়েছেন নাতি মেহেদি হাছানও (২৪)।

মঙ্গলবার (১ জুন) দুপুরে উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের ছিলাচোঁ গ্রামের নেয়াজ উদ্দিন মিজি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মানিক হোসেন বলেন, দুই ভবনের মাঝে ঝুলে থাকা বিদ্যুতের তারে ছিদ্দিকুর রহমান পেঁচিয়ে যান। সালেহা বেগম ও নাতি মেহেদি তাকে বাঁচাতে ছুটে যান। কিন্তু পারলেন না। ঘটনাস্থলেই ছিদ্দিকুর রহমান মারা যান। সালেহা বেগমের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।

স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে নাতি মেহেদিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য সালেহা বেগমকে কুমিল্লার বার্ন ইউনিটে পাঠানো হয়।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাছান বলেন, বিদ্যুতায়িত হয়ে আহত দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে নারীর শরীরের ২০ ভাগ ঝলসে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুমিল্লায় পাঠানো হয়েছে। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু ও দুজন আহত হয়েছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান আমাকে জানিয়েছেন।