হেফাজতের আরেক নেতা ৫ দিনের রিমান্ডে

চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার হেফাজত নেতা আমিনুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৭ জুন) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তী রায়ের আদালত এ আদেশ দিয়েছেন।

জেলা পুলিশের আদালত পরিদর্শক হুমায়ুন কবির বাংলা ট্রিবিউনকে বলেন, হাটহাজারীতে সহিংসতার ঘটনায় দায়ের করা দুই মামলায় আমিনুল ইসলামের ১০ করে ২০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত এক মামলায় দুদিন, আরেক মামলায় তিনদিনসহ মোট ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আমিনুল ইসলাম হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির হাটহাজারী পৌরসভা শাখার সহ-দাওয়াহ বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি হাটহাজারী পৌরসভার মুন্সিবাড়ির ইউনুছ খলিফার ছেলে।

গত ২৬ মে দিবাগত রাত ২টার দিকে ফটিকছড়ি উপজেলার লেলাং এলাকা থেকে তাকে এক সহযোগীসহ গ্রেফতার করা হয়। পরদিন হাটহাজারীতে হেফাজতের তাণ্ডবের ঘটনায় দায়ের করা দুই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

প্রসঙ্গত, গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে হাটহাজারীতে বিক্ষোভ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এ সময় হাটহাজারী বড় মাদরাসা নামে পরিচিত দারুল উলুম ময়নুল ইসলাম মাদরাসা থেকে মিছিল বের করে হাটহাজারী থানায় ভাঙচুর চালানো হয়। পাশাপাশি হেফাজতকর্মীরা হাটহাজারী উপজেলা ভূমি অফিস ও সদর ইউনিয়ন ভূমি অফিসে হামলা ও অগ্নিসংযোগ করেন। দিনভর পুলিশের সঙ্গে সংঘর্ষে চার জন নিহত হন।

এ ঘটনার জের ধরে হাটহাজারীতে তাণ্ডব চালায় হেফাজতের নেতাকর্মীরা। তারা চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করেন। পাশাপাশি মাদরাসার সামনে ইটের দেয়াল তুলে ব্যারিকেডও দেন। এসব ঘটনায় শুরুতে হাটহাজারী থানায় মোট ছয়টি মামলা দায়ের করা হয়। পরে ২২ এপ্রিল হেফাজতের বিলুপ্ত কমিটির আমির জুনাইদ বাবুনগরীকে প্রধান আসামি করে আরও দুটি মামলাসহ হাটহাজারী থানায় আরও তিনটি মামলা দায়ের করা হয়।