নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় প্রথম নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করলেন চৈতী সর্ববিদ্যা। এর আগে তিনি মানিকগঞ্জ জেলায় সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (৯ জুন) বিকালে জেলা প্রশাসক কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে সুবর্ণচর উপজেলার নির্বাহী কর্মকর্তার দায়িত্বভার বুঝে নেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান চৈতী সর্ববিদ্যাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। আমাদের সমাজে নারীরা পিছিয়ে নেই। নোয়াখালী জেলায় বেশ কয়েকজন নারী ইউএনও রয়েছেন। তাদের ওপর অর্পিত সব দায়িত্ব সঠিকভাবে পালন করবেন বলে আমি প্রত্যাশা করি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যা বলেন, সুবর্ণচর উপজেলায় প্রথম নারী ইউএনও হিসেবে যোগদান করতে পেরে আমি খুবই গর্বিত। সবার সহযোগিতা নিয়ে আমার ওপর অর্পিত দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট থাকবো।
প্রসঙ্গত, এর আগে সুবর্ণচর উপজেলায় কোনও নারীকে ইউএনওর দায়িত্ব দেওয়া হয়নি। উপজেলার প্রথম নারী ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন চৈতী সর্ববিদ্যা।