কবরস্থানে সাইনবোর্ড দেওয়া নিয়ে সংঘর্ষ, ৪ গুলিবিদ্ধসহ আহত ১৩

চট্টগ্রামের বাকলিয়ায় কবরস্থানে সাইনবোর্ড টাঙানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ ১৩ জন আহত হয়েছেন। শুক্রবার (১১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে পূর্ব বাকলিয়ার আবদুল লতিফ হাটখোলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, বাকলিয়ায় সংঘর্ষের ঘটনায় দুপুর সাড়ে ১২টার দিকে গুলিবিদ্ধ চারজনসহ ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা আশঙ্কামুক্ত। তাদেরকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গুলিবিদ্ধ চারজন হলেন- আবদুল্লাহ কায়সার (৩৯), মো. মাসুদ (২৮), মো. মুরাদ (২৫) ও মো. ফয়সাল (২৮)। বাকি আহতরা হলেন- শহিদুল্লাহ (৩৮), মো. জাহাঙ্গীর (৪২), মান্নান (৩৯), মো. তৈয়ব (২৮), মো. আসিফ (২৪), শাহাব উদ্দিন শাওন (২৫), মো. সামাদ (২২), জয় (১৪) ও রিয়াজ উদ্দিন (২০)।

এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, এলাকার বড় মৌলভী কবরস্থানে নতুন সাইনবোর্ড টাঙানোকে কেন্দ্র করে বড় মৌলভী বাড়ি ও স্থানীয় ইয়াকুব আলীর লোকজন সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা ঘটনাস্থলে আছি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।