চট্টগ্রামে আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৬৭

টানা কয়েকদিন ঊর্ধ্বমুখী থাকার পর চট্টগ্রামে কমতে শুরু করেছে করোনা রোগী শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। যেখানে শনিবারও ১৫৮ জনের শনাক্তের তথ্য জানানো হয়। এদিকে করোনায় আরও দুই জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বাংলা ট্রিবিউনকে বলেন, চট্টগ্রামের ছয়টি ল্যাবে ৭৪১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৭ জনের করোনা শনাক্ত হয়। একই সময়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুই জন। নতুন শনাক্ত হওয়া ৬৭ জনের মধ্যে ৪৯ জন নগরীর বাসিন্দা, বাকি ১৮ জন চট্টগ্রামে বিভিন্ন উপজলোর।

সিভিল সার্জন অফিসের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩৪৫টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৫১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বিআইটিআইডি ল্যাবে ২৩ জন, এবং চমেক ল্যাবে ছয় জনের করোনা শনাক্ত হয়। এছাড়া জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২০টি নমুনা পরীক্ষা করে তিন জন করোনা শনাক্ত হয়।

অন্যদিকে বেসরকারি হাসপাতালের মধ্যে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৮০টি নমুনা পরীক্ষায় ২১ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৭টি নমুনা পরীক্ষা করে আট জন এবং মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১৭টি নমুনা পরীক্ষায় ছয় জনের করোনা শনাক্ত হয়েছে।