চট্টগ্রামে আরও ৩ মৃত্যু, শনাক্ত বেশি নগরীতে

চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নগরীর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। একই সময়ে চট্টগ্রামে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ১০৭ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট শনাক্ত হয়েছেন ৫৫ হাজার ২৯৭ জন। সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সাতটি ল্যাবে ৬৪৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০৭টি নমুনা করোনা পজিটিভ শনাক্ত হয়। নতুন শনাক্ত রোগীদের মধ্যে ৬০ জন চট্টগ্রাম নগরীর, বাকি ৪৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দ।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৩২টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২১৮টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩০টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৫০টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে চবি ল্যাবে ৪২ জন, বিআইটিআইডি ল্যাবে ১৭ জন, চমেক ল্যাবে ছয় জন এবং সিভাসু ল্যাবে ২৫ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এছাড়া জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৪৮টি নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

অন্যদিকে বেসরকারি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৩ নমুনা পরীক্ষা করে দুই জন এবং মেডিক্যাল সেন্টার হাসপাতালে চার নমুনা পরীক্ষা করে একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪২টি নমুনা পরীক্ষা করে কারও শরীরে করোনার অস্তিত্ব মেলেনি।