নও মুসলিম ফারুক হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

পার্বত্য জেলা বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তুলাছড়ি পাড়ার নও মুসলিম মো. ওমর ফারুককে গুলি করে হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে ওলামা ঐক্য পরিষদ।

মঙ্গলবার (২২ জুন) বিকেলে জেলা শহরের শাপলা চত্বরে উসমান গনীর সভাপতিত্বে খাগড়াছড়ি কওমি মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ এই মানববন্ধন করেন।

মহী উদ্দীন বিন সুরজের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, মুফতি শামীম, মুফতি ইমামুদ্দীন কাসেমী, হাবীবুল্লাহ জাহাঙ্গীর, হাফেজ নাসিরুদ্দিন, আকতার হুসাইন, ইব্রাহীম ফরিদ, শাববীর মাহমুদ, শহীদুল্লাহ্, দেলোয়ার হোসেন ও ইব্রাহীম খলিল প্রমুখ।

এ সময় তারা বলেন, নও মুসলিম ফারুককে পরিকল্পিতভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। এটা কখনও মেনে নেওয়ার মতো বিষয় নয়।

তারা অভিযোগ করে বলেন, সে অন্য ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করার কারণেই তাকে নির্মমভাবে হত্যা করেছে। তার কোনও দোষ ছিলো না। আমরা হত্যাকারীরদের আইনের আওতায় এনে প্রকৃত বিচারের দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, ১৮ জুন (শুক্রবার) রা‌তে ওমর ফারুক মস‌জিদে নামাজ প‌ড়ে বা‌ড়ি‌তে এসে বিশ্রাম নি‌চ্ছিলেন। এ সময় ৪/৫ জন অস্ত্রধারী পাহাড়ি সন্ত্রাসী তা‌কে বা‌ড়ি থে‌কে বের হতে ব‌লে। তা‌দের ডা‌কে বের না হ‌লে তারা ঘ‌রে ঢু‌কে জোরপূর্বক টে‌নে বের ক‌রে। প‌রে ঘ‌রের পা‌শেই গু‌লি ক‌রে হত‌্যা ক‌রে। এ ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।