বাসে অতিরিক্ত যাত্রী বহন করায় জরিমানা

সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত যাত্রী বহন করায় মীরসরাইয়ে বাস-লেগুনাকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই সদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবল চাকমা।
এছাড়া মাস্ক ব্যবহার না করায় বারইয়ারহাট বাজারে বেশ কয়েকজনকে দুই হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল চাকমা জানান, বৃহস্পতিবার বারইয়ারহাট পৌর বাজারে মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে। পাশাপাশি জনসাধারণকে মাস্ক ব্যবহার করতে সচেতন করা হয়।

তিনি আরও জানান, একইদিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই সদরে অতিরিক্ত যাত্রী নেওয়ায় দুটি বাস ও ছয় লেগুনাকে এক হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। গণপরিবহনগুলো সংশোধন না হলে এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।