ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতির ঘর থেকে গাঁজা উদ্ধার

ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার ঘর থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাকে দেড় বছরের কারাদণ্ড দিয়েছে মাদকবিরোধী টাস্কফোর্স।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৫ জুন) ভোরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম, ৪ বিজিবির উপ-অধিনায়ক মেজর মো. সেলিমুদ্দোজা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদসহ থানা পুলিশের একটি দল এ টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডগস্কোয়াড নিয়ে পরিচালিত অভিযানে শুভপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামের মো. মাহবুবুল হকের ঘর থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে এক বছর ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়।

মাহবুবুল হক শুভপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বলে জানা গেছে। এদিকে, একইদিন একই ইউনিয়নের জয়পুর গ্রামের রুহুল আমিনের ছেলে কামরুল হোসেন ও মো. শিবলুর ঘরে তল্লাশি করে ১৭৯ পিস ইয়াবা উদ্ধার ও মাদক বিক্রির প্রায় ২০ হাজার টাকা জব্দ করা হয়।

এ সময় কামরুলের স্ত্রী রাবেয়া সুলতানা (২৫) এবং মো. শিবলুকে (২১) গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. মোজাম্মেল হক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।