ভাসানচর থেকে পালিয়ে আসা আরও ২০ রোহিঙ্গা আটক

ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় শিশুসহ ২০ রোহিঙ্গাকে চট্টগ্রামের মিরসরাই থেকে আটক করা হয়েছে। এদের মধ্যে তিন জন পুরুষ, ছয় জন নারী ও ১১ জন শিশু।

শনিবার (১৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা এলাকায় নির্মাণাধীন বঙ্গবন্ধু শিল্পাঞ্চল থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মামলা করেছেন বেপজা কোম্পানির আওতাধীন আনসার ক্যাম্পের এপিসি মো. বোরহান উদ্দিন। 

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, রোহিঙ্গারা সাগর পথে ট্রলারে করে ভাসানচর থেকে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে চলে আসে। বেপজা অর্থনৈতিক অঞ্চলের সামনে দিয়ে যাওয়ার সময় ভোরে ২০ জনকে আটক করেন বেপজায় দায়িত্বরত আনসার সদস্যরা। জিজ্ঞাসাবাদে মিয়ানমারের রোহিঙ্গা বলে স্বীকার করেন তারা।

প্রসঙ্গত, মিরসরাই অর্থনৈতিক অঞ্চল থেকে ৩০ মে সাত, ২২ জুন ১৪, ১১ জুলাই ১৮ রোহিঙ্গাকে আটক করে পুলিশ। এ নিয়ে চট্টগ্রাম থেকে ৫৯ রোহিঙ্গাকে আটক করা হলো।