জটহীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাড়ছে চাপ 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ১০৪ কিলোমিটার অংশে রবিবার (১৮ জুলাই) সকাল থেকে কোনও যানজট দেখা যায়নি। তবে ঈদ যত ঘনিয়ে আসছে মহাসড়কে যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়ছে। ঈদকে ঘিরে কর্মস্থল থেকে মানুষ বাড়ি ফিরতে শুরু করায় মহাসড়কে যাত্রীবাহী পরিবহনের সংখ্যা বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে পণ্যবাহী ও কোরবানির পশুবাহী গাড়ির সংখ্যাও। 

খোঁজ নিয়ে জানা যায়, গত শুক্রবার কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও গোমতী সেতুর টোলপ্লাজায় জট এবং মহাসড়কে দিনব্যাপী যানবাহনের ধীরগতি থাকলেও শনিবার থেকে রবিবার ১১টা পর্যন্ত মহাসড়কে যানবহনের ধীরগতি বা কোনও জট দেখা যায়নি। যানজট মুক্ত পরিবেশে ঈদে ঘরমুখো মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছেন। নেই কোনও ভোগান্তির গল্প। 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জট না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার হাইওয়ে পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ। তিনি বলেন, এবারের ঈদ যাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এখনও যানজট নেই। যানজট নিরসনে কুমিল্লার দাউদকান্দি থেকে চট্টগ্রাম পর্যন্ত হাইওয়ে এলাকায় পুলিশের ৯টি ইউনিট কাজ করছে। একই সঙ্গে পুরো চট্টগ্রাম বিভাগের থানা ও ফাঁড়িসহ হাইওয়ে পুলিশের ২১ ইউনিটের ৩০ পেট্রল দল কাজ করছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক নিরাপদ ও নির্বিঘ্ন রাখার জন্য পশুর গাড়ি ও মানুষ নিরাপদে পৌঁছানো জন্য পাঁচটি রেকার ও দুটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা রয়েছে। এছাড়াও ১০টি কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি। 

তিনি আরও বলেন, ঈদ ঘনিয়ে আসায় মহাসড়কে গাড়ির চাপ বাড়ছে। তবে কুমিল্লার অংশ এবং চট্টগ্রাম বিভাগে যানবাহনের কোথাও কোনও জট নেই। সাধারণ যাত্রী ও পশু ব্যবসায়ীরা স্বস্তিতে যাতায়াত করছেন।     

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাড়ছে চাপএদিকে খোঁজ নিয়ে জানা যায়, কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও গোমতী সেতুর টোলপ্লাজা এলাকায় যানবাহনের ধীরগতি নেই। অন্যান্য দিন হালকা জট থাকলেও টোল আদায়ে গতি বাড়ায় এখন আর জট সৃষ্টি হচ্ছে না।

সকালে ঢাকা থেকে কুমিল্লা আসেন মিজানুর রহমান মানিক নামে এক যাত্রী। তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে কোনও যানজট নেই। জটের কারণে কোথাও থেমে থাকতে হয়নি। নিরাপদ ও নির্বিঘ্নে কুমিল্লায় আসতে পেরেছি। মেঘনা ও গোমতী সেতুর টোলপ্লাজা এলাকায়ও কোনও জট দেখিনি।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম জানান, কুমিল্লার মেঘনা ও গোমতী সেতুর টোলপ্লাজা এলাকাসহ মহাসড়কে কোনও জট নেই। তবে গাড়ির চাপ বাড়ছে। জট নিরসনে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।