চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কা, আশ্রয়কেন্দ্রে ৩ শতাধিক মানুষ

চট্টগ্রামে টানা বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কায় ৯২ পরিবারের প্রায় ৩১০ জনকে আশ্রয়কেন্দ্রে এনেছে জেলা প্রশাসন। গত তিন দিন ধরে প্রবল বৃষ্টি হওয়ায় বাটালিহিল, মতিঝরনা, আকবরশাহ, হিল-১, হিল-২, লিংক রোড পাহাড়ি এলাকা থেকে তাদের সরিয়ে আনা হয়।

বুধবার (২৮ জুলাই) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক এ তথ্য জানিয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) নেতৃত্বে নগরীর ছয় এসিল্যান্ড, জেলা প্রশাসনের কর্মকর্তারা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক পাহাড়ের ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের সরিয়ে আনতে কাজ করছে। ইতোমধ্যে ৯২ পরিবারের প্রায় ৩১০ জনকে আশ্রয়কেন্দ্রে আনা হয়েছে। আল হেরা মাদ্রাসা, রউফাবাদ রশিদিয়া মাদ্রাসা, ফিরোজ শাহ প্রাথমিক বিদ্যালয়, লালখান বাজার প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে তারা অবস্থান করছেন।পাশাপাশি ২০ ঝুঁকিপূর্ণ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, আশ্র‍য়কেন্দ্রে আনা পরিবারগুলোকে খাদ্য সহায়তার পাশাপাশি প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। দুপুরে খিচুড়ি ও ডিম দেওয়া হয়েছে।রাতের খাবারের ব্যবস্থাও করা হয়েছে। মাইকিং চলমান রয়েছে। পর্যাপ্ত খাদ্য মজুত আছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবক কর্তৃক ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে আনার কাজ এখনও অব্যাহত আছে।