লক্ষ্মীপুরের লঞ্চ-ফেরিঘাটে পোশাক শ্রমিকদের ভিড়

করোনা সংক্রমণরোধে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে রবিবার (১ আগস্ট) থেকে গার্মেন্টসসহ অন্যান্য শিল্প-কারখানা খোলার ঘোষণা দিয়েছে সরকার। এতে লক্ষ্মীপুরের মজুচৌধুরী ফেরিঘাট ও মতিরহাট লঞ্চ ঘাটে ঢাকা ও চট্টগ্রামমুখী যাত্রীদের ভিড় বেড়েছে।

শনিবার (৩১ জুলাই) সকাল থেকেই ভোলা-বরিশাল ঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ফেরি পারাপারের সময় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানছে না যাত্রীরা।

এদিকে গণপরিবহন বন্ধ থাকায় পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ লঞ্চ, ফেরি ও নৌকায় ঘাটে এসে জড়ো হচ্ছে হাজারও মানুষ। পরে এসব অঞ্চল থেকে অতিরিক্ত ভাড়া দিয়ে মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেল ও অটোরিকশায় করে ঢাকা-চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করছেন।

ঢাকা ও চট্টগ্রামমুখী কয়েকজন পোশাক শ্রমিক বলেন, আগামীকাল থেকে তাদের কারখানা খুলছে। এ জন্য ভোগান্তি মেনে নিয়েই কর্মস্থলে ফিরতে হচ্ছে। দূরপাল্লার বাস বন্ধ থাকায় ভেঙে ভেঙে যাচ্ছেন। ভাড়া গুনতে হচ্ছে কয়েক গুণ বেশি।

করোনা সংক্রমণরোধে গত ২৩ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। এ বিধিনিষেধ চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। বিধিনিষেধে সব ধরনের গণপরিবহন, সরকারি-বেসরকারি অফিস বন্ধ আছে। খাদ্যপণ্য উৎপাদন-প্রক্রিয়াকরণ, চামড়া পরিবহন-সংরক্ষণ ও ওষুধ খাত ছাড়া বন্ধ রয়েছে সব ধরনের শিল্প-কারখানা।