রোহিঙ্গাদের মেঘনা পারে সহায়তাকারী ২ জন গ্রেফতার

ভাসানচর থেকে পালিয়ে আসা রোহিঙ্গাকে নোয়াখালীর হাতিয়ায় অবৈধভাবে চলাফেরায় সহযোগিতা করায় দুই দালালকে গ্রেফতার করেছে পুলিশ। মোহাম্মদপুর ইউনিয়নের চর আলাউদ্দিন গ্রাম থেকে সোমবার (০২ আগস্ট) গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে বৈদেশিক নাগরিক আইনের মামলায় বিচারিক আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর আলাউদ্দিন গ্রামের আকবর হোসেন সাইফুল্লাহ (৩৬) ও নূর ইসলাম (৪৪)।

চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, গত ১৬ জুন ভাসানচর থেকে পালিয়ে আসা এক রোহিঙ্গাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে জানায়, ভাসানচরের আশ্রয়কেন্দ্র থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মেঘনা নদী পারাপারে দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসছে তারা দুইজন। ওই রোহিঙ্গার সহযোগী হিসেবে আকবর ও নূর ইসলামকে আসামি করা হয়েছে।

তিনি আরও বলেন, মামলার পর থেকে তারা দুইজনই পলাতক ছিল। সোমবার রাতে তারা নিজ বাড়িতে এলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।