‘তালেবানদের ক্ষমতা দখল দেখে অনেকেই রঙিন স্বপ্ন দেখছেন’

২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে চালানো সিরিজ বোমা হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. লোকমান হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ও বড়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক বাবুল, জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মনির হোসেন ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম সাইদুজ্জামান আরিফ প্রমুখ।

মানববন্ধনে ব্রাহ্মণবাড়িয়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. লোকমান হোসেন বলেন, ‘২০০৫ সালের ১৭ আগস্ট তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদে সারাদেশে জঙ্গিবাদী গোষ্ঠী সিরিজ বোমা হামলা করেছিল। তারা দেশকে জঙ্গি রাষ্ট্র করতে চেয়েছিল। গত কয়েকদিন আগে আফগানিস্তানে তালেবানরা রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। দখলের পরই সেখানে মানুষরা পালাতে শুরু করেছেন। এসব দেখে বাংলাদেশে অনেকেই রঙিন স্বপ্ন দেখছেন যে, এ দেশকেও এরকম করা যায় কি-না। আমরা বলতে চাই, বঙ্গবন্ধুর বাংলায় পাকিস্তানি হানাদার বাহিনী টিকতে পারেনি। এ দেশে আর জঙ্গিবাদ, মৌলবাদরা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। তাদেরকে যেভাবেই হোক প্রতিহত করা হবে।’

জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মনির হোসেন বলেন, ‘২০০১ সালে তৎকালীন বিএনপি সরকারের নেতৃত্বেই প্রথম বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটে। জেএমবি সদস্যরা প্রকাশ্যে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সভা-সমাবেশ করেছিল। এরপর তাদের নেতৃত্বে ২০০৫ সালে সারাদেশে একসঙ্গে সিরিজ বোমা হামলা করে জঙ্গিরা তাদের অবস্থানের কথা জানান দেয়। আমরা সেখান থেকেই জানি, বিএনপি একটি জঙ্গিবাদী দল। তাদেরকে চিরতরে নষ্ট করে দিতে হবে। তারা এখানও বাংলাদেশের উন্নয়নে বাধা দিতে চায়। আজকে বাংলাদেশে অনেকেই তালেবানদের বিজয়ে উচ্ছ্বসিত হচ্ছে। বাংলাদেশকে নিয়েও স্বপ্ন দেখছেন। তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে কোনও দিনই আর জঙ্গিবাদ দাঁড়াতে পারবে না।’