নৌকা-ট্রলার সংঘর্ষ: একজনের লাশ উদ্ধার, নিখোঁজ চিকিৎসক

গাজীপুরের শ্রীপুর উপজেলার উড়াহাটি এলাকার খীরু নদীতে বালুভর্তি ট্রলারের সঙ্গে যাত্রীবাহী নৌকার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিখোঁজ তানভীর হোসেনের (৩০) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অমিত সাহা নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (১৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ আজকের জন্য সমাপ্ত ঘেষণা করে। এর আগে রাত ৯টায় বালুভর্তি ট্রলারের সঙ্গে যাত্রীবাহী নৌকার মুখোমুখি সংঘর্ষ হলে পানিতে পড়ে তানভীর হোসেন ও চিকিৎসক অমিত সাহা নিখোঁজ হন।

খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ১১টার দিকে তানভীর হোসেনের মরদেহ উদ্ধার করে। তানভীর ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বন্ধু মাল্টিমিডিয়ার (কম্পিউটারের দোকান) স্বত্বাধিকারী। নিখোঁজ চিকিৎসক ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহফুজ আরা বেগম জানান, বিকাল ৪টার দিকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন চিকিৎসক ও স্টাফসহ ১৫/২০ জন নৌকা ভ্রমণে যায়। এক পর্যায়ে নৌকা নিয়ে তারা পাশের শ্রীপুর উপজেলায় উড়াহাটি এলাকার খীরু নদীতে চলে যান। সেখান থেকে ফেরার পথে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুভর্তি ট্রলারের সঙ্গে নৌকাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা খাতুন জানান, নৌকা-ট্রলার সংঘর্ষে হলে নৌকার যাত্রীরা নদীর পানিতে পড়ে যান। পরে অনেকেই পানি থেকে সাঁতরে উঠে আসতে পারলেও তানভীর ও অমিত সাহা উঠতে পারেনি।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান ফখরুল ইসলাম জানান, খবর পেয়ে ভালুকা ও ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী এবং ডুবুরিরা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১১টার দিকে তানভীর নামে একজনের মরদেহ উদ্ধার করেছেন। অমিত সাহা নামের চিকিৎসক নিখোঁজ রয়েছেন। রাত পৌনে ১টার দিকে উদ্ধারকাজ স্থগিত করা হয়েছে। ট্রলার ও নিখোঁজ একজনকে উদ্ধারে আগামীকাল বুধবার (১৮ আগস্ট) সকালে আবার উদ্ধার অভিযান চালানো হবে।