ট্রেনের ধাক্কায় ছিটকে পড়া পিকআপের সবজি লুট

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া পিকআপ থেকে পড়ে যাওয়া সবজি নিতে রেললাইনে প্রতিযোগিতায় নেমেছে স্থানীয় জনতা। বস্তা কিংবা বাজারের ব্যাগ যে যেভাবে পারছেন সবজি লুট করে নিয়ে গেছেন।

শনিবার দিবাগত রাত ২টায় রেললাইনে বিকল হয়ে পড়া পিকআপকে ধাক্কা দেয় চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস। এতে ছিটকে পড়ে পিকআপটি। লাইনচ্যুত হয় ট্রেনের একটি বগি। রবিবার (২৯ আগস্ট) সকালে পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে দুর্ঘটনাকবলিত পিকআপের সবজি লুটের দৃশ্য দেখা যায়।

জানা যায়, দুর্ঘটনাকবলিত পিকআপে প্রায় তিন টন সবজি ছিল। যার আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা। এসব সবজি স্থানীয় নিমসার বাজারে নিয়ে যাওয়ার কথা ছিল। রাত ২টায় পিকআপটি পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে আসে। ওই সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস কুমিল্লা রেলস্টেশন অতিক্রম করে। গেটকিপার সিগন্যাল পেয়ে লেভেল ক্রসিংয়ে বেরিয়ার দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। 

সড়কের পূর্ব পাশের বেরিয়ার ফেলে গেটকিপার পশ্চিম পাশের বেরিয়ার ফেলতে যায়। এরই ফাঁকে দুর্ঘটনাকবলিত পিকআপের হেলপার বেরিয়ার উঠিয়ে দিলে অতিরিক্ত সবজিবোঝাই গাড়ি নিয়ে চালক রেললাইনের মাঝে আটকা পড়েন। এ সময় পিকআপকে দ্রুতগতিতে এসে ধাক্কা দেয় মহানগর এক্সপ্রেস ট্রেন।

পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে দুর্ঘটনাকবলিত পিকআপের সবজি লুটের দৃশ্য দেখা যায়

স্থানীয় বাসিন্দা সাজু আক্তার বলেন, করলা, চিচিঙা, ঢেঁড়স সবাই নিচ্ছে, তাই আমিও নিচ্ছি। সবজিগুলো গাড়ির চাকার নিচে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে।

আব্দুল মান্নান নামে আরেকজন বলেন, পাশের বাড়ির বড় ভাই খবর দেওয়ায় এসেছি। কিছু সবজি বিক্রি করবো। কিছু খাওয়ার জন্য বাসায় নিয়ে যাচ্ছি।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জসিম বলেন, পিকআপচালক ও সবজি মালিকের সন্ধান পাওয়া যায়নি। তাদের আটক করা হবে।

সদর দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) খালেদ মোশাররফ বলেন, দুর্ঘটনার পর স্থানীয় জনতা ট্রাকে থাকা সবজি নেওয়ার জন্য কাড়াকাড়ি শুরু করেছেন। এ সময় উদ্ধার তৎপরতা ব্যাহত হয়। তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করেছি আমরা।