চট্টগ্রামে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আটক ৭

চট্টগ্রামের কাজির দেউড়িতে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাত বিএনপি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ি এলাকার নাসিমন ভবনের সামনে এ ঘটনা ঘটে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে আসার সময় কোনও ধরনের উসকানি ছাড়াই পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে মারে। পরে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে সেখান থেকে সরিয়ে দেয়। এ সময় পুলিশের ওপর হামলার ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে।’

নগর বিএনপির সহ-দফতর সম্পাদক মো. ইদ্রিস আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা শান্তিপূর্ণ  মিছিল নিয়ে সমাবেশে আসার সময় কোনও কারণ ছাড়াই পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। এ সময় পুলিশ বিএনপির অন্তত ১২ জনকে আটক করে নিয়ে গেছে।’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনে এক সমাবেশের আয়োজন করা হয়। এতে যোগ দিতে বিএনপি নেতাকর্মীরা সেখানে জড়ো হলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ লাঠিচার্জ করে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।